রকেটের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখলেন ইলন মাস্ক

৬ মে, ২০২০ ১৫:১৪  
দাম্পত্য জীবনের চতুর্থ ইনিংসে ফের বাবা হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সংগীতশিল্পী ক্লেয়ার বাউচার গ্রিমস এর সঙ্গে জুটি গড়ে সপ্তম সন্তানের জনক হয়েছেন তিনি। রকেটের নামের সঙ্গে মিল রেখে নবাগত ছেলের নাম রেখেছেন ‘X Æ (অ্যাশ) A-12’। সোমবার সন্তানের জন্মের খবর টুইটারে পোস্ট করে মাস্ক। এর পর দিন মঙ্গলবার ছেলের প্রথম ছবি পোস্ট করেন মাস্ক। সেখানে ছেলের চোখের আশেপাশে ফটোশপ দিয়ে ট্যাটু এঁকে দেন। এর ঘণ্টা খানেক পর ছেলেকে কোলে নিয়ে বসে থাকার একটি ছবি দেন। পাশাপাশি ছেলেন নামও জানান। এরআগে তিনবার বিবাহবিচ্ছেদ হয় টেসলা সিইওর। এর মধ্যে একজনের সঙ্গেই দুবার বিবাহ বিচ্ছেদ ঘটে। দাম্পত্য জীবনে প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ঘরে জন্ম নেয় ৬ সন্তান। তাদের প্রথম সন্তান নাভাদা জন্মের ১০ সপ্তাহ পর মারা যায়। এরপরে টুইন ও ট্রিপলেট হিসেবে জন্ম নেয় ৫ ছেলে। তাদের নাম ডেমিয়ান, গ্রিফিন, জাভিয়ার, সাক্সোন ও কাই। সংগীত ও ব্যবসায়িক উভয় জগতকে অবাক করে ২০১৮ সালে মেট গালায় একসঙ্গে প্রথম দেখা দেন ইলন-গ্রিমস জুটি। জানুয়ারিতে ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন গ্রিমস।